তাজপুর ডিগ্রি কলেজে ছাত্রদের দু’গ্রুপের মারামারি
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪, ৯:১৭:৪০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে তানভির হোসেন আদিল নামে ১ জন আহত হয়েছে। বুধবার দুপুরে কলেজ অভ্যন্তর ও কলেজের গেইটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ নম্বরবিহীন একটি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে, বিকেলে ঘটনার খবর পেয়ে ওসমানীনগরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি দল কলেজে এসে ছাত্রদের বিষয়টি নিষ্পত্তির জন্য অধ্যক্ষের সাথে আলোচনা করেন। জানা গেছে, সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় ৪জন শিক্ষক তাজপুর ডিগ্রি কলেজের ছাত্রদের আন্দোলনে নিরুৎসাহী করার অপচেষ্টা করেন। এরপর সাধারণ ছাত্ররা মিলে কলেজের দুর্নীতি ও ৪ জন শিক্ষককে অপসারণের জন্য তাদের বিরুদ্ধে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের একটি টিম গঠন করে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। তদন্ত কমিটি গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন জমা দেয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাত্র শিক্ষক সমন্বয়ে আলোচনা সভা ডেকে বিষয়টির ব্যাখ্যা দেন। কিন্তু অভিযুক্ত ৪জন শিক্ষকের বিষয়ে কোনো কিছু না জানালে ছাত্রদের একটি অংশ সে সভা প্রত্যাখান করে কলেজ চত্তরে চলে আসে। এরই জের ধরে ছাত্ররা দুইভাগে বিভক্ত হয়ে মারামারিতে লিপ্ত হয়। ঘটনার পর অধ্যক্ষ আজ বৃহস্পতিবার কলেজ বন্ধ ঘোষণা করেন। এ ঘটনায় আহত তানভির হোসেন আদিল বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাজপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ প্রাণ কান্ত দাশ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেছে। কলেজ একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ বলেন, সংঘর্ষের বিষয় আমার জানা নেই। লিখিত অভিযোগে ৪জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগে সুনির্দিষ্ট বিষয় না থাকায় ব্যবস্থা দেয়া হয় নি। তবে এ বিষয়ে শিক্ষার্থীরা যদি চায় তাহলে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।