কানাইঘাটের ফয়সলের বৃটেনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪, ৯:২৪:০০ অপরাহ্ন
বৃটেনের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলেন কানাইঘাটের হাফিজ মাওলানা ফয়সাল আহমদ। হাফিজ মাওলানা ফয়সল আহমদ কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের ভাটি বারাপৈত গ্রামের মৃত মাওলানা মাহমুদ আলীর ২য় পুত্র। সম্প্রতি তিনি বৃটেনের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘বেডফোর্ড শায়ার বিশ্ববিদ্যালয়’ থেকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস’ এ সফলতার সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
উল্লেখ্য, হাফিজ মাওলানা ফয়সল আহমদ লন্ডনের বিখ্যাত দারুল উম্মাহ রেডব্রিজের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত আছেন। পাশাপাশি তিনি বিগত ২০২৩ সালের মার্চ থেকে আজ অবধি দারুল উম্মাহ সেন্ট্রাল মসজিদেও ইমামতি করে আসছেন। বাংলাদেশে তার প্রতিষ্ঠিত ‘ভারটেক্স ইংলিশ হোম’ ইতিমধ্যে দেশ-বিদেশে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিমধ্যে এ প্রতিষ্ঠান থেকে শত-শত শিক্ষার্থী ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সেক্টরে মেধার স্বাক্ষর রেখে চলেছেন। ইতিমধ্যে তিনি স্যোশাল মিডিয়ায় বাংলার পাশাপাশি ইংরেজিতে বিভিন্ন বিষয়-ভিত্তিক আলোচনা করে আসছেন।