নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ পরীক্ষা পরিচালনা
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৭:২২:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌর শহরের সবজী বাজার ও মুদি দোকানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমাণ পরীক্ষা পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ভেজাল খাদ্যদ্রব্য পরীক্ষার মাধ্যমে জেল জরিমানা করবে এই ভ্রাম্যমাণ আদালত। খোলা মসলা ও সবজী বিভিন্ন দোকান থেকে এনে মোবাইল ল্যাবের মাধ্যমে পরীক্ষা করা হয়।
ভ্রাম্যমাণ পরীক্ষা পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: শরীফ উদ্দিন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আল আমীন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, ল্যাব টেকনেশিয়ান ফারজানা খানম মীম প্রমুখ।