লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৭:২৪:০৪ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কয়েকটি গ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতা করেন।
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সম্মিলিত এই প্রয়াসে সংহতি জানিয়ে নগদ অর্থ ও উপকরণ দিয়ে সহযোগিতা প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী।ত্রাণ বিতরণের কার্যক্রমে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের প্রভাষক আসফাক আহমদ শোভন এবং সিএসই বিভাগের প্রভাষক (খন্ডকালীন) মোঃ মাহদী হোসেন হীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে খাদ্যসামগ্রী বিতরণ পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য সাহায্য করা হবে। যারা এই উদ্যোগে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি