রাজনগরে বন্যার্তদের বাম দল সমূহের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৭:২৭:০৫ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সিলেট জেলা। বুধবার বিকাল ৩টায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট, তারাপাশা, মিলের বাজার এলাকায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সিলেট জেলার সভাপতি কমরেড সিরাজ আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাসান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদ সিলেট জেলার নেতা সিলেট জেলা নেতা কামাল আহমদ চৌধুরী আলমগীর, জাতীয় শ্রমিক জোট নেতা সঞ্জিত কুমার চন্দ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি বিশ্বজিৎ শীল প্রমুখ নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম সোহেল ও সহ সভাপতি রুপন আহমদ, সিপিবি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাজিব শুত্র ধর প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং একই সাথে ভারতীয় নদী ও পানি আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি