কানাইঘাটে বিএনপির শান্তি-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৭:২৮:৩০ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার বিকেল ৪ টায় কানাইঘাটে শান্তি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৩টায় নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্টে গিয়ে শান্তি সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান ও দপ্তর সম্পাদক আবুল বাশারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন চাকসু।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ লতিফ, বর্তমান সহ সভাপতি ডাঃ আব্দুস শহিদ শিকদার, ওয়েছ আহমদ, ছয়েফ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সাবেক সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আবু বক্কর, রফিক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিক আহমদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাকিল মোর্শেদ, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, কানাইঘাট পৌর বিএনপির সহ সভাপতি জালাল আহমদ জনি, শামীম আহমদ, ইয়াহিয়া আহমদ, আব্দুল লতিফ, রহিম উদ্দিন ভরসা, ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা বদরুল আলম, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি বিএনপির সভাপতি কামাল উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি বিএনপির সভাপতি এবাদুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক চৌধুরী, ৯নং রাজাগঞ্জ ইউপি বিএনপির সভাপতি ওলি মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল হোসেন মেম্বার, কানাইঘাট সদর ইউপি বিএনপির সহ সভাপতি আবুল হাসনাত, সাতবাঁক ইউপি বিএনপির সহ সভাপতি মখলিছুর রহমান, দিঘীরপাড় ইউপি বিএনপি নেতা কুতুব উদ্দিন সরকার, মাসুম আহমদ, শাহ জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ, কানাইঘাট পৌর কৃষকদলের আহ্বায়ক রাশিদুল হাসান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি জাকারিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব রিয়াজ উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা আব্দুল বাছিত, কয়ছর আহমদ, উমর আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেদোয়ান ফাহিম, ছাত্রদল নেতা সিয়াম আহমদ ফাহিম সহ বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।