কানাইঘাট দক্ষিণ বাজার সিএনজি উপ-পরিষদের নির্বাচন
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৭:৩০:৩৬ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন এর অর্ন্তভুক্ত কানাইঘাট দক্ষিণবাজার উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে হাদে হোসেন (চেয়ার) প্রতীক নিয়ে ৪৭৯ এবং সম্পাদক পদে খলিলুর রহমান (খাজুরগাছ) প্রতীক নিয়ে ৫১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচনে সহ সভাপতি পদে আব্দুল খালিক কালাই (বাঘ), সহ সম্পাদক পদে জালাল আহমদ ভুইয়া (মোবাইলফোন), সাংগঠনিক সম্পাদক পদে বুলবুল আহমদ (রিক্সা), সদস্য পদে জসিম উদ্দিন (আম), আবুল আহমদ (টেলিফোন), মোঃ আম্বিয়া (মাছ), আফতাব উদ্দিন (মই) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ৭৪২ জন ভোটারের মধ্যে ৬৭৯ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ।