মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতির দায়ে ৫ বাংলাদেশী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৭:৫১:১৫ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি সিন্ডিকেট পরিচালনার দায়ে ৫ বাংলাদেশীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার সেলাঙ্গর রাজ্যের পেতালিং জায়ায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার বাংলাদেশীদের নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, বুধবার সকাল ৯ টা ৫ মিনিটে গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগ ইমিগ্রেশন সদর দফতর পুত্রজায়া থেকে কর্মকর্তা ও সদস্যদের একটি দল নিয়ে অভিযান শুরু হয়। দুই সপ্তাহ ধরে করা জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী ২৩ বছর বয়সী একজন বাংলাদেশীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পরে ইমিগ্রেশন টিম একটি বাসভবনে অভিযান চালিয়ে ২১ থেকে ৩৪ বছর বয়সী আরও চারজন বাংলাদেশীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরিচালক বলেন, প্রাথমিক পর্যালোচনার ফলাফলে আরও দেখা গেছে যে মূল মাস্টারমাইন্ড অতিরিক্ত অবস্থান করেছে, অন্য চার জনের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না। অভিযানে ২৬টি বাংলাদেশী পাসপোর্ট, দুটি ইন্দোনেশিয়ার পাসপোর্ট, একটি মিয়ানমারের পাসপোর্ট, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার এবং অনলাইন পেমেন্টের রসিদ জব্দ করা হয়েছে। সিন্ডিকেটের মোডাস অপারেন্ডি হল বিদেশীদের যাদের কাছে পাসপোর্ট নেই তাদের সেবা প্রদান করা।
রুসলিন বলেছেন, সিন্ডিকেট তাদের পরিষেবার প্রচারের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করে এবং গত চার মাস ধরে এই কাজ করে আসছে এবং প্রতিটি পরিষেবার জন্য ৫০০ রিঙ্গিত ফির মাধ্যমে কুরিয়ার বা হ্যান্ড-ডেলিভারি পরিষেবা ব্যবহার করে সেবা দিয়ে আসছিল।