রাজনগর ফ্রেন্ডস ক্লাবের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৭:৫৫:২৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদীর কালারবাজারে রাজনগর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে গরীব ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্য বাজারে মাওলানা জুবায়ের আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহিন। বক্তব্য দেন জামায়াত নেতা মোতাহির আলম। এসময় শতাধিক মানুষের হাতে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, ডাল ১কেজি, তৈল ১ লিটার, পিঁয়াজ ১ কেজি ও লবন ১ কেজি।