কোয়ান্টাম ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৭:৫৮:২৪ অপরাহ্ন
কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের সাথে সম্পৃক্ত ‘মৌলভীবাজার সেল’-এর উদ্যোগে মঙ্গলবার মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ছিল চাল ৩ কেজি, আলু ১ কেজি, চিড়া ১ কেজি, গুড় ১ কেজি, মুড়ি ১ কেজি, পিঁয়াজ আধা কেজি, লবণ আধা কেজি, তেল আধা লিটার, গ্যাস লাইট ১টি, দিয়াশলাই ২টি এবং মোমবাতি ৬টি ।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের অর্গানিয়ার-ইনচার্জ আহমেদ শরীফ, সমাজসেবক ড. মোহাম্মদ আবু তাহের, মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক এস এম ইলিয়াস, কোয়ান্টাম ফাউন্ডেশন আম্বরখানা শাখার মোমেন্টিয়ার এবং লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ, কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের কো-অর্গানিয়ার বদরুল ইসলাম, ব্যবসায়ী মো:সায়মুর রহমান, ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইন্সটিটিউট-এর ব্যবস্থাপক পরিচালক সুমন চৌধুরী, কোয়ান্টাম ফাউন্ডেশন মৌলভীবাজার সেলের প্রধান দায়িত্বশীল মোঃ শরীফুল হাসান এবং স্বেচ্ছাসেবক কোয়ান্টিয়ারবৃন্দ। বিজ্ঞপ্তি