আল-সুন্নাহ যুব কল্যাণ সংস্থার ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৭:৫৯:৪৪ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তিরাশিগাঁও আল-সুন্নাহ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বন্যা কবিলত ইসলামপুর এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ প্রদান এবং শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান সোমবার সম্পন্ন হয়েছে।
আল-সুন্নাহ যুব কল্যাণ সংস্থার প্রবাসী উপদেষ্টামন্ডলী ও সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাঃ জুবায়ের আহমেদ। এ সময় রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-সুন্নাহ যুব কল্যাণ সংস্থার সভাপতি রায়হান আহমেদ, সহ-সভাপতি রেজান মিয়া, খালেদ আহমেদ, রুহুল আমিন ও শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহ সাধারণ সম্পাদক রাজেক হোসেন ও রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, অর্থ সম্পাদক রিমন মিয়া, সহ-অর্থ সম্পাদক ফাহাদ হোসাইন, প্রচার সম্পাদক ইরফান আহমেদ রুম্মান, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য সালা উদ্দিন, সুজন মিয়া, মারুফ হোসেন, নজরুল ইসলাম, জুয়েল আহমেদ, রফিক আহমেদ, নাজিম খাঁ, সাজু মিয়া, ফুল মিয়া, নিজাম আহমেদ, জায়েদ, হাফিজুর রহমান ওয়ালিদ, সুয়েব আহমেদ, শাহিন মিয়া, ফয়ছল আহমদ, রাসেল আহমেদ, নেওয়াজুর রহমান রেহান প্রমুখ। বিজ্ঞপ্তি