গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যানের পক্ষেবিপক্ষে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৮:০২:৪৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে এক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে পক্ষে বিপক্ষে প্রশাসনের নিকট স্মারকলিপি দেয়া হয়েছে। গত ২৫ আগস্ট এলাকার কিছু ছাত্র ও সাধারণ জনতা ১০নং পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের বিভিন্ন অনিয়ম তুলে ধরে অপসারণ চেয়ে মানববন্ধন করে ইউএনও বরাবরে স্মারকলিপি দেন। অপসারণ না হলে কঠোর কর্মসুচিরও হুঁশিয়ারী দেয়া হয়।
২৯ আগস্ট একই ইউনিয়নবাসীর পক্ষে ইউএনও বরাবরে ১৩ জন স্বাক্ষরিত স্মারকলিপি দেয়া হয়। তাতে উল্লেখ করা হয় কতিপয় দুষ্কৃতকারী স্বার্থান্বেষী মহলের ইন্ধনে গত ২৫ আগস্ট মিথ্যা তথ্যসম্বলিত অভিযোগ দেয়া হয়েছে, যা অকার্যকর করে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবী জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নবগঠিত ইউপির কার্যালয় না থাকায় চেয়ারম্যানের বাড়ির নতূন ভবনে ইউপিবাসীর মতামত নিয়ে জনস্বার্থে কাজ চলছে এবং তিনি চিকিৎসার জন্য বিধিসম্মতভাবে গত ১৫ মে প্যানেল চেয়ারম্যানের নিকট দায়িত্ব দিয়ে ১৬ মে আমেরিকায় যান।