২৯ সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৯:০০:২০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বৈষম্যবিেেরাধী ছাত্র আন্দোলনে গণহত্যায় উসকানি দেওয়ায় অভিযোগে ২৯ সাংবাদিকসহ মোট ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আইনজীবী এম এইচ গাজী তামিম এ অভিযোগ দাখিল করেন।
আইনজীবী এম এইচ গাজী তামিম সাংবাদিকদের বলেন, ‘একটি অভিযোগ দাখিল হয়েছে। সেখানে ২০ জন মন্ত্রী-এমপি, পুলিশ, সাংবাদিক ও সুশীলকে আসামি করা হয়েছে। যারা গত ৩ আগস্ট শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন এবং সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উসকানি দিয়েছেন এবং টকশো করে গণহত্যার বৈধতা দিয়েছেন।’
২৯ সাংবাদিক হলেনÑ সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রেসক্লাব জাতীয় সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভি সিইও মোজাম্মেল বাবু, কালবেলা ও সমকালের সাবেক সম্পাদক আবেদ খান। এছাড়াও আছেন নবনীতা চৌধুরী, সুভাষ সিংহ রায়, আহমেদ যোবায়ের, তুষার আব্দুল্লাহ, সাইফুল আলম, নইম নিজাম, আবেদ খান, প্রভাষ আমিন, ফারজানা রুপা, শাকিল আহমেদ, মিথিলা ফারজানা (মোবাশ্বিরা ফারজানা মিথিলা), জাহেদুল হাসান পিন্টু, মঞ্জুরুল ইসলাম, আশীস সৈকত, মানস ঘোষ, প্রণব সাহা, মাসুদা ভাট্টি, মুন্নী সাহা, জ ই মামুন ওরফে জহিরুল ইসলাম মামুন, স্বদেশ রায়, সোমা ইসলাম, শ্যামল সরকার, অজয় দাশ এবং সাবেক প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। এ ছাড়া অভিযোগে দালাল সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও কথিত সুশিল ব্যক্তিদের অজ্ঞাত আসামি করা হয়েছে।