বন্যা দুর্গত এলাকায় পৌঁছেছে শাবি শিক্ষার্থীদের উপহার
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৯:০৫:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বন্যাকবলিত (নোয়াখালী জেলা) দুর্গত এলাকায় পৌঁছেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষার্থীদের উপহার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শাবি শিক্ষার্থীদের ভালোবাসার উপহার খাবার ও কাপড় ইতোমধ্যে দুর্গত এলাকায় পৌঁছে গেছে। শুক্রবার (৩০ আগস্ট) এসব উপহার বিতরণ করা হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে দৈনিক জালালাবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংগ্রহকৃত ফান্ড থেকে এক কার্গো ত্রাণ (শুকনা খাবার এবং কাপড়) ইতোমধ্যেই নোয়াখালী গিয়ে পৌঁছেছে। এসবের মধ্যে ৩৫০ প্যাকেট শুকনা খাবারসহ প্রয়োজনীয় জিনিস ও ৫০ বস্তুা কাপড় রয়েছে। শাবি থেকে ৩ জন স্বেচ্ছাসেবীর একটি টীম এই ত্রাণ নিয়ে গেছেন।