র্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৯:১৬:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামীসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিনি (র্যাব)-৯। এরমধ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মঈন উদ্দিন (২২) কে গ্রেফতার করেছে র্যাব-৯। সে চুনারুঘাট থানার টেঘেরঘাট গ্রামের ইউনুছ আলীর ছেলে। বুধবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, নির্যাতনের শিকার কিশোরীর বাবা পরিবারকে ফেলে অন্যত্র বিয়ে করে চলে গেছেন। আর মা শ্রমিক হিসেবে অবস্থান করছেন সৌদি আরবে। এজন্য ওই কিশোরী তার চাচা মোহাম্মদ আব্দুল হাইয়ের বাসায় থাকতো। কিশোরীটি মাদরাসায় আসা-যাওয়ার পথে অভিযুক্ত মঈন উদ্দিন বিভিন্নভাবে উত্যক্ত করতো ও কুপ্রস্তাব দিতো। এতে কিশোরী রাজি না হওয়ায় গত ২২ আগস্ট রাত ১১টার দিকে জানালা দিয়ে কিশোরীর শয়নকক্ষে ঢুকে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় কিশোরীর চাচা বাদী হয়ে চুনারুঘাট থানায় মঈন ও আরেকজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে বুধবার অভিযান চালিয়ে মঈনকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি টিম। গ্রেফতারের পর মঈনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে র্যাব-৯ এর মিডিয়া সেল।
এদিকে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে নাশকতার মামলায় পলাতক আসামী নুরুল আমীন (৪০) কে গ্রেফতার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের ছয়বাড়িয়া এলাকার মৃত দারু মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া বিভাগ জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।