ওসমানীনগরে জলিল হত্যাকান্ডে মামলা
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৯:৩৯:১৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে নিখোঁজ জলিল মিয়ার অর্ধগলিত লাশ কাদিপুর গ্রাম থেকে উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী মোছা. মাহমুদা বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করলে গতকাল ২৯ আগস্ট থানা পুলিশ মামলাটি (মামলা-৬) নথিভূক্ত করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাদীপুর গ্রামের তছিম মিয়া ওরফে তবারক আলীর ছেলে মো. ছালেক মিয়া (২৫), একই উপজেলার ভাড়েরা সর্দার পাড়া গ্রামের মৃত আনহার মিয়ার ছেলে কামরান আহমদ (২৮) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দিগলবাগ গ্রামের মৃত ওয়ারিস মিয়ার মেয়ে তামান্না আক্তার ওরপে মাইশা (২০) কে পুলিশ গ্রেফতার করে।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ রাশেদুল হক বলেন, ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে কোর্টে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এদিকে, নিহত জলিল মিয়ার লাশের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় জানাজা শেষে পাঁচপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য গত ২৫ আগস্ট উপজেলার পাঁচপাড়া গ্রামের জলিল মিয়া নিখোঁজ হন। বুধবার দুপুর ২টায় উপজেলার কাদিপুর গ্রাম থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।