আগামী বছরের শেষার্ধে নির্বাচনের চিন্তা ভাবনা
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৪:৩৪:০০ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট:
আগামী বছরের শেষার্ধে নির্বাচন অনুষ্ঠানের চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। এর আগে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও বহু বছরের সৃষ্ট জঞ্জাল সাফ করে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হবে। সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে আলাপকালে এমন চিন্তা ভাবনার কথা জানা গেছে। ওই প্রভাবশালী উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামো জঞ্জালে পূর্ণ হয়ে গেছে। এসব দূর করতে কমপক্ষে বছরখানেক সময় লাগতে পারে।
এ সরকার জনগণকে একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ তৈরী করে দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও স্বচ্ছ মানসিকতা নিয়ে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ তৈরীতে একাত্ম হতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা সরকার একা তৈরী করতে পারবেনা। এজন্য প্রয়োজন সকল মহলের সর্বাত্মক সহযোগিতা।
প্রভাবশালী ওই উপদেষ্টা আরো বলেন, ছাত্রগণঅভ্যুত্থানে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার জনআকাঙ্খা পূরণের লক্ষে কাজ শুরু করেছে। কিন্তু রাতারাতি কোন কিছু করা সম্ভব নয়। তাই আমরা ২০২৫ সালের শেষার্ধে নির্বাচন কার্যক্রম শুরুর চিন্তাভাবনা করছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নয়, এদেশের নাগরিক হিসেবেও একটি সমৃদ্ধ গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন আমরাও দেখি।