রাজনগরে ৮০০ পরিবারে খাসি’র ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৫:৫৩:২৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইছলাছড়া ও আমছড়ি খাসি (খাসিয়া) যুব সংগঠনের সেচ্ছাসেবী কর্মীরা।বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সংগঠনের সদস্যদের ৩৫ জনের একটি স্বেচ্ছাসেবক টিম দিনব্যাপী বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রতিটি প্যাকেটে বিরিয়ানি, শুকনো খাবার, চিনি, চিড়া, বিস্কুট, ন্যাপকিন, খাবার স্যালাইনসহ বিভিন্ন জরুরি ঔষধ বিতরণ করা হয়েছে।
সকাল ১০টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত দিনব্যাপি উপজেলার পাঁচগাও ইউনিয়নের নয়াগাঁও, কানিকিয়ারী, পশ্চিমভাগ, বানাইত, কুবঝাড় এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবক ও প্রধান সমন্বয়ক বিলিভ সুছিয়াং বলেন, অতি অল্প সময়ে আমরা ইছলাছড়া, আমছড়ি পুঞ্জিতে ঘুরে ঘুরে এবং বরমচাল চার্চ অব গড মন্ডলীতে স্বেচ্ছা দান সংগ্রহ করি। যার যার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনের কাছ থেকে অনুদান সংগ্রহ করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন- আমছড়ি পুঞ্জির প্রধান (মান্ত্রী) জেমসন লামিন, বরমচাল প্রগতি যুব সংগঠনের সাধারণ সম্পাদক বিলিভ সুছিয়াং, ইছলাছড়া পুঞ্জি যুব সংগঠনের সদস্য প্রবীণ ধার, ইউলিয়াম লামারে, রিচার্ড ধার, বানছেম পতমী ও আমছড়ি পুঞ্জি যুব সংগঠনের সদস্য শাহরুখ লামিন, হৃতিক লাম্বা প্রমুখ।