দোয়ারায় অবৈধ টোল আদায় বন্ধ করলো ছাত্র জনতা
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৬:২০:২১ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হস্তক্ষেপে সুনামগঞ্জের দোয়ারাবাজার ইউপি চেয়ারম্যান কর্তৃক ব্যক্তিগত প্রভাব খাটিয়ে অনিয়মের ভিত্তিতে প্রদান করা ইজারা বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার উপজেলার নরসিংপুর ইউনিয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী নরসিংপুর ইউনিয়নের শিক্ষার্থীদের উদ্যোগে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনুর নিকট স্মারকলিপির মাধ্যমে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ কর্তৃক অবৈধভাবে ইজারা প্রদান করা নরসিংপুর-ছাতক যাত্রী ও মালামাল পরিবহনকারী নৌকা হতে টোল আদায় নামক চাঁদাবাজি বন্ধে আল্টিমেটাম দেওয়া হয়। লিখিত এই আল্টিমেটাম আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ইজারা প্রদান করা ঘাট হতে টোল আদায় বন্ধ ও ইজারাকে অবৈধ ঘোষণা করেন। পরে ছাত্র সমাজের একটি টিম সরেজমিনে গিয়ে নৌকা মালিকদেরকে টোল প্রদানে নিষেধ দেয় ও ইজারাটি উপজেলা প্রশাসন হতে বাতিল করার বিষয়টি জানান।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইজারা প্রদান করা নৌকাঘাটে টোল আদায় করা বন্ধ করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, শিক্ষার্থীদের একটি টিম নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইজারা প্রদানের মাধ্যমে নৌকাঘাটে টোল আদায়ের বিষয়ে অভিযোগ দেওয়ায় তাৎক্ষণিক এটি বন্ধ করা হয়।