দোয়ারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ীকে জামায়াতের অনুদান
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৬:২১:৪১ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মঙ্গলপুর বাজারে অগ্নিকান্ডে ভস্মিভূত ৬ দোকানীদের অর্থ দিয়ে সহায়তা করলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াত। শুক্রবার সকাল ১১টায় উপজেলার মঙ্গলপুর বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ তুলে দেন ছাতক-দোয়ারার সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর ডা: হারুনুর রশীদ, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা ফরিদ উদ্দিন, মাষ্টার কামাল উদ্দিন ও মাওলানা আব্দুল হকসহ অনান্য নেতৃবৃন্দ।