কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৬:২৪:১২ অপরাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেমুসাসের ১২০৪তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচকগণ বলেছেন, সকল বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে নজরুলের গান-কবিতা সর্বদা প্রাসঙ্গিক। তাঁর কালজয়ী সাহিত্যকর্ম যুগে যুগে মানুষের অধিকার, সাম্য ও স্বাধীনতার স্বপক্ষে উৎসাহ যুগিয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-জনতার বিপ্লবে কাজী নজরুলের গান-কবিতা প্রাণসঞ্চার করেছে। নজরুলের মত সাহিত্যকর্মীদের সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে সমসাময়িক লেখা উপহার দিতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আসরে আলোচনায় অংশ নেন কবি সালেহ আহমদ, কবি ডা. মাশুকুর রহমান, কবি বাছিত ইবেন হাবীব, কবি নাজমুল আনসারী ও মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক।
ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের সঞ্চালনায় আসরে লেখাপাঠে অংশ নেন ও উপস্থিত ছিলেন কেমুসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিরাজুল হক, মোয়াজ আফসার, মাসুদা সিদ্দিকা রুহী, আলেয়া রহমান, সেনুয়ারা আক্তার চিনু, রাজিয়া সুলতানা, মুহাম্মদ ফয়জুল হক, নজমুল হক চৌধুরী, মাহফুজ জোহা, ছয়ফুল আলম পারুল, মাজহারুল ইসলাম মেনন, জুয়েল আহমদ, ড. এম শহিদুল ইসলাম এডভোকেট, লুৎফুর রহমান তোফায়েল, মাহফুজ আহমদ, কবির আশরাফ, স¤্রাট তারেক, সুফি আকবর, আব্দুস সামাদ, কায়েস মাহমুদ চৌধুরী, জেসির আরাফাত, জুবের আহমদ সার্জন, মকসুদ আহমদ লাল, জুনাঈদ আহমদ, মোহাম্মদ আব্দুল্লাহ, সাদিকুর রহমান, আলিম উদ্দিন, নাঈম উদ্দিন, মাহবুবুর রহমান, মো. সাদেকুল সায়াদ, মো. কয়েস মিয়া, নুরুল ইসলাম, হুসাইন হামিদ, মো. ইলইয়াছ ও সুলেহ আহমদ প্রমুখ। আসরে গান পরিবেশন করেন নূর মোহাম্মদ চৌধুরী, ওমর ফারুক, কুবাদ বখত চৌধুরী রুবেল, মো. বাহাউদ্দীন বাহার, সাজিদুর রহমান ও জাকওয়ান মোহাম্মদ সালেহ। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফজর মাহদী। বিজ্ঞপ্তি