দোয়ারায় জামায়াতের জনশক্তি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৭:০৩:৩৭ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শুক্রবার এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও আব্দুল হাই বশিরের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ডা হারুনুর রশিদ, নায়েবে আমীর মোহাম্মদ কামাল উদ্দিন, ছাতক উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা একে এম ফরিদ উদ্দিন, দোয়ারাবাজার জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, শুরা ও কর্মপরিষদ মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে কাজ করে থাকে। ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দলটি। শত জুলুম নির্যাতন সহ্য করেও দলটি আজ অকাতরে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, একটি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে দেশ আজ মুক্ত। দলকে আরো মজবুত ও সুদৃঢ় করতে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে নিরলসভাবে কাজ করার আহবান জানান।