যে কোন দুর্যোগে আর্তমানবতার কল্যাণে জামায়াত পাশে রয়েছে : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৭:২৩:৪২ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। যে কোন দুর্যোগে দেশ-বিদেশের যে কোন প্রান্তে আর্তমানবতার কল্যাণে জামায়াত সর্বদা পাশে ছিল, আছে এবং থাকবে। সাম্প্রতিক বন্যায় দেশের ১১টি জেলায় বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অর্ধশতাধিক মানুষ মারা গেছেন। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বন্যার শুরু থেকেই জামায়াতের সকল স্তরের জনশক্তি বন্যাদুর্গত এলাকায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। বিগত সময়ে বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যার সময় সারাদেশ থেকে আমাদের ভাইয়েরা সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছেন। আমরাও সাধ্যমত উপহার নিয়ে নোয়াখালী জেলার বন্যার্ত ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছি। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব।
তিনি বৃহস্পতিবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনভর উপহার (খাদ্য সামগ্রী) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট জামায়াতের পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে একটি টীম বন্যাদুর্গত এলাকায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, প্রবাসী দায়িত্বশীল আজাদ সোবহান, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ আল হুসাইন, নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবু জাহেদ, ১০নং নরোত্তমপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি হাসান তৈয়ব ও সিলেট মহানগর জামায়াত নেতা গিয়াসউদ্দিন প্রমূখ। এছাড়া এসময় বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জামায়াতের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় শুকনো খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি