আল কুরআন শিক্ষা পরিষদের নির্বাহী বৈঠক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৭:২৬:১৫ অপরাহ্ন
আল কুরআন শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল কুররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম বলেছেন, দেশ আজ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ভারতের পানি আগ্রাসনের কারণে দেশের উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ আজ নিজেদের ঘর সংসার হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে আজ দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।
তিনি বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট মহানগরীর পশ্চীম দরগা মহল্লায় আল কুরআন শিক্ষা পরিষদের কার্যালয়ে পরিষদের ২০২৪-২৬ সেশনের প্রথম নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্য দানকালে এসব কথা বলেন।
আল কুরআন শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মঞ্জুর আহমদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ওলীউর রহমান, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ক্বারী আরিফ বিল্লাহ আমির, মাওলানা ক্বারী সহল আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আবুল হোসেন ও মাওলানা ক্বারী আব্দুর রহমান। সভায় পরিষদের সার্বিক কার্যক্রমকে আরো বেগবান করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি