কায়েস্থরাইল জামে মসজিদে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৭:৩৩:০৫ অপরাহ্ন
কায়েস্থরাইল ওয়াকফ এস্টেট দাউদপুর, মুছারগাঁও, বারখলা জামে মসজিদের খতিব মাওলানা মাহবুব আহমদ নাঈমী, ছানী ইমাম হাফিজ শাহীন আহমদ ও মোয়াজ্জিন হাফিজ ছাইফুল ইসলামের বিদায় সংবর্ধনা শুক্রবার বাদ জুমআ’ মসজিদে অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও সমাজসেবী শাহজাহান আলম শাহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন আলমগীর, বারখলা রুপালী যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, গোলাম মোস্তফা, আব্দুল আহাদ কুহিনুর, আনহার হোসেন রুশন, নাসিমুল বারী নোমান, হারুনুর রশিদ সংগ্রাম, মিজানুর রহমান সানুর, নাজমুল হোসেন, নুর আহমদ খান সাদেক, আল-ফেরদৌস শপিং কমপ্লেক্সের সভাপতি আবুল হুসাইন সামুম প্রমুখ। সভা শেষে খতিব, ছানী ইমাম ও মোয়াজ্জিনের হাতে এলাকাবাসী ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ সম্মাননা স্মারক, ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন। বিজ্ঞপ্তি