গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৭:৫৮:৫৫ অপরাহ্ন
যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে এর অর্থায়নে সেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ’র সার্বিক তত্ত্বাবধানে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের চৌধুরীকান্দি গ্রামে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় চৌধুরীকান্দি জামে মসজিদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন আলোর অন্বেষণ’র সেচ্ছাসেবীরা। এ সময় স্থানীয় জামিয়া ইসলামিয়া চৌধুরীকান্দি দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য আলাদাভাবে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয় গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বিইডিএস ইউকে’র পক্ষ থেকে। সেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন আলোর অন্বেষণ’র শেখ হাবিব রহমান, মহিন উদ্দিন জয়, মোহাম্মদ মামুন, তানিম আহমেদ, মোহাম্মদ সামি ও রোমান মাহফুজ সাই। বিজ্ঞপ্তি