গোয়াইনঘাট মধ্য জাফলং বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৯:২১:১৬ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাট মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার স্থানীয় রাধানগর বাজারে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মোহাম্মদ।
মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ ও ১ম যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, জাহিদ খাঁন, উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক নুরুল হক শিকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুসন আহমেদ, যুবদল নেতা শামীম আহমদ, জসিম উদ্দিন, সেচ্ছাসেবক দল নেতা সাব্বির সানি, লোকমান আহমেদ। এছাড়া মাহফিলে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, বিগত আন্দোলনে নিহত ছাত্রজনতার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি