ওসমানীনগরে হত্যা মামলায় আরো একজন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৯:১৮:২৪ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে রবিউল ইসলাম সানী নামের আরো একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ নিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করলো পুলিশ।
সানী মৌলভীবাজার জেলা সদরের থানাবাজার সমপাশী গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। বর্তমানে সে ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার মন্জু মিয়ার বাসায় ভাড়াটিয়া বসবাস করতেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট উপজেলার পাঁচপাড়া গ্রামের আব্দুল জলিল স্বর্ণ কেনার জন্য টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে তাজপুর এলাকায় এসে নিখোঁজ হন। এরপর হত্যাকান্ডের সাথে জড়িতদের স্বীকারোক্তিতে গত বুধবার দুপুরে উপজেলার কাদিপুর গ্রামের একটি টয়লেটের ট্যাংকি থেকে নিখোঁজ আব্দুল জলিলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম।