মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১১ বাংলাদেশী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৯:১৯:০১ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১১ বাংলাদেশীকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। গ্রেফতার করা হয়েছে একজন ভারতীয় নাগরিককেও। গ্রেফতারদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিভিন্ন দেশের ৫৩০ টি পাসপোর্টও।
শুক্রবার পুত্রজায়া অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ২৯ আগস্ট রাজধানী কুয়ালালামপুরের বন্দর মেনজালারা, জালান মেদান টুয়াঙ্কু, জালান তিয়ং নাম এবং জালান চেরাসসহ ৪টি স্থানে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ, ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজায়া এবং বিভিন্ন পদের কর্মকর্তাদের সমন্বয়ে দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অপারেশন টিম ১১ বাংলাদেশী এবং একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ছাড়া গ্রেফতার করা হয় মালয়েশিয়ান এক নারীকেও। যিনি কোম্পানির মালিক বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত সকলের বয়স ৩৩ থেকে ৫৩ বছরের মধ্যে।
অভিযানে প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৩ বাংলাদেশী, একজন ভারতীয় ব্যক্তির বৈধ পাসপোর্ট ছিল এবং ২ বাংলাদেশী পুরুষ অতিরিক্ত অবস্থান করেছিলেন। যদিও অন্যান্য বিদেশী নাগরিকদের এই দেশে থাকার জন্য কোনো বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট নেই।
অভিযানে ৪১৪ টি বাংলাদেশী পাসপোর্ট, ভারতীয় ৫৭ টি, ইন্দোনেশিয়ার ৩৬ টি, মায়ানমারের ৯ টি, পাকিস্তানের ৭ টি, শ্রীলঙ্কার ৪ টি, ফিলিপাইনের ১ টি, নেপালের ১ টি, মালয়েশিয়ান ১ টি পাসপোর্ট, কম্পিউটারের ৫ সেট, ল্যাপটপের ১ ইউনিট, ২ ইউনিট ক্লোজ সার্কিট ক্যামেরা ডিকোডার, ২ ইউনিট প্রিন্টার, ১৪ ইউনিট কোম্পানির স্ট্যাম্প, ব্যবসায়িক কার্ড, সিআইডিবি রেজিস্ট্রেশন কার্ড, জাতীয় নিবন্ধন বিভাগের ৩ টি জন্ম সনদ এবং নগদ ১৩ হাজার ৯০০ রিঙ্গিত জব্দ করেছে অভিবাসন বিভাগ।