বানিয়াচংয়ে ছাত্রআন্দোলনে শহীদ ৯ পরিবারে জামায়াতের অনুদান
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৯:২০:২২ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে শহীদ হওয়া ৯ পরিবারকে ১৮ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার বিকাল ৩ টা থেকে শহীদদের বাড়ি বাড়ি গিয়ে এ টাকা পৌঁছে দেন জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর কাজী মাওলানা মুখলেছুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও বানিয়াচং উপজেলা আমীর মাওলানা তাসলিম আলম মাহদী।
শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আমীরে জামায়াত আপনাদের সালাম জানিয়েছেন। গত সপ্তাহে তিনি জামায়াতের পক্ষ থেকে ১ লাখ টাকা হাদিয়া দিয়েছিলেন। আজকে আবার আপনাদের জন্য ১ লাখ টাকা হাদিয়া পাঠিয়েছেন। আমরা আপনাদের পাশে আছি, থাকবো। এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। আমরা আপনাদের দোয়া চাই। ভবিষ্যতে শহীদ পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি রবিউল হাসান, বানিয়াচং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম জেলা সমন্বয়ক আশরাফুল ইসলাম সুজন, সাংবাদিক শেখ নুরুল ইসলামসহ জামায়াত-শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ টু ঢাকা কর্মসূচি ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনে বানিয়াচংয়ে পুলিশের গুলিতে ৯ জন নিহত হন।