বন্যার্তদের মধ্যে মহালয়া উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ৭:০৬:২৮ অপরাহ্ন
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বঙ্গাব্দের উদ্যোগে আর্ত পীড়িত মানবতার সেবায় বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী সহ ত্রাণ বিতরণ কার্যক্রম গত শুক্রবার বিকাল ৩টায় সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার সনাতন ধর্ম মন্দিরে ‘বন্যার্তদের সহায়তা প্রদান’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বঙ্গাব্দের সভাপতি বিনয় ভূষণ তালুকদার। পরিষদের সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা শাবিপ্রবির অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, প্রাক্তন সম্পাদক এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু, সহ সভাপতি ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, নিধীর রঞ্জন সূত্রধর, সনাতন ধর্ম মন্দির টেংরাবাজারের সভাপতি অব: অধ্যাপক রামানন্দ দেবনাথ, টেংরা ইউপি সদস্য আব্দুল মতিন, রাজনগর ইউপি সদস্য এনামুল হক চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ব্যাংকার দ্বীপক কুমার দাশ, সহ সম্পাদক মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, রজত চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, সহ সাংগঠনিক সম্পাদক হিমাংশু লাল গুণ, রমা কান্ত গুপ্ত রূপু, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ববিতা বর্মণ প্রমুখ।
শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি