মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ৭:৩২:৩৮ অপরাহ্ন
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বঙ্গাব্দের এক সভা গত শুক্রবার সকাল ১০টায় নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি বিনয় ভূষণ তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রাক্তন সভাপতি, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ প্রশান্ত কুমার সাহা, পরিষদের উপদেষ্টা শাবিপ্রবির অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, প্রাক্তন সভাপতি এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, প্রাক্তন সম্পাদক এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি অসিত কুমার সূত্রধর, সত্য প্রিয় দাস শিবু, যুগ্ম সম্পাদক দ্বীপক কুমার দাশ, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, সহ সম্পাদক মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, রজত চক্রবর্ত্তী, মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, সহ সাংগঠনিক সম্পাদক রমা কান্ত গুপ্ত রূপু, পরিমল দেব শর্মা, সুজিত কুমার দাস, সুশান্ত বণিক, শেখর চন্দ্র বোধ, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা শিবানী দে, ববিতা বর্মণ, সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী, সহ সাংস্কৃতিক সম্পাদক শর্মিলা দেব পূরবী, সীমা রাণী সরকার, কার্যকরী সদস্য- লিটন দেব, রনি চন্দ্র শীল, জয়দ্বীপ বৈদ্য, নূপুর ভট্টাচার্য্য প্রমুখ।
সভায় এ বছরের “অরুণ আলোর অঞ্জলি” প্রকাশনার প্রধান উপদেষ্টা জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এবং সম্পাদক ব্যাংকার কবি সুমন বনিক কে মনোনীত করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। পরিষদের পরবর্তী সভা আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার একই সময় একই স্থানে অনুষ্ঠিত হবে। পরিষদের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, কার্যকরী পরিষদের সংশ্লিষ্ট সদস্যবৃন্দের আন্তরিক উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন পরিষদের প্রধান সমন্বয়কারী স্বপন চক্রবর্ত্তী, সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাস। বিজ্ঞপ্তি