সিলেটের সুগন্ধা নার্সারীর স্বত্বাধিকারী মনোয়ারা বেগমের জাতীয় পুরস্কার লাভ
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ৭:৩৬:১৫ অপরাহ্ন
বন বিভাগ ও জেলা প্রশাসক সিলেট কর্তৃক আয়োজিত ১৫ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে ৩১ আগস্ট, শনিবার বেলা ১১ টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃক্ষরোপনে বিশেষ অবদান রাখায় নার্সারি ক্যাটাগরিতে নার্সারি উদ্যোক্তা হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন সিলেটের সুগন্ধা নার্সারীর স্বত্বাধিকারী মনোয়ারা বেগম।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবর্ণা সরকার এর সভাপতিত্বে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিলেট মেট্টোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বক্তব্য রাখেন সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, বৃক্ষপ্রেমিক জামিল আনসারী।
জাতীয় পুরস্কার পাওয়া পর মনোয়ারা বেগম তার অনুভুতি ব্যক্ত করে বলেন, সরকার আমাকে নার্সারি উদ্যোক্তা হিসেবে জাতীয় পুরস্কার দিয়েছে। আমি মনে করি এই পুরস্কার আমার কর্মের দক্ষতার ফসল। আমাকে জাতীয় পুরস্কার দিয়ে সরকার আমার দায়িত্ব ও কর্তব্য আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, আমি ছিলাম গৃহিনী, সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে স্বামীর ব্যবসায় খোঁজ খবর নেই, স্বামীর সাথে পরামর্শ করে নার্সারিতে সহযোগিতা করি, এক পর্যায় আমি হয়ে উঠি নার্সারী উদ্যোক্তা। বিজ্ঞপ্তি