আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ৭:৪৯:৪২ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্ত হয়েছে। ফ্যাসিবাদীরা ইতিহাসের আস্থাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। বাকশালীরা পালিয়ে গেলেও দেশে তাদের দোসররা সক্রিয় রয়েছে। তারা ছাত্রজনতার বিজয়কে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে বিএনপিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সব ধরনের অন্যায় দুর্নীতি ও দখলদারির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
তিনি শুক্রবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কামালবাজার ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: গুলজার আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাব উদ্দিন। সভায় উপজেলা, কামালবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিডিং ইউনিভার্সিটি গেইট সংলগ্ন কামালবাজার এলাকায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসান আহমদ পাটোয়ারী রিপন, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কুহিনূর আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল লতিফ খান, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান মুহিব, সহ সাধারণ সম্পাদক এনামুল হক মাক্কু, সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, বিএনপি নেতা মঞ্জু মিয়া ও উপজেলার ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পাবেল রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কামালবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী বশির মিয়া, বিএনপি নেতা শওকত আলী, সোনাহর আলী সুহেল, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুর রকিব, উপজেলা বিএনপি নেতা সাফরান আহমদ, মাসুক মিয়া, উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক রিফল আহমদ, বিএনপি নেতা নাসির উদ্দিন, কাওছার আহমদ, কামালবাজার ইউনিয়ন সহ-সভাপতি আব্দুল ওহাব, সহ সভাপতি সেলিম মিয়া, বাহারুল ফেদৌস, ইউনিয়ন যুবদল সভাপতি আমিরুল ইসলাম সারো, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম পারভেজ, সহ তাতী বিষয়ক সম্পাদক আব্দুস শাকুর সফিক, ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সমছু মিয়া, বিএনপি নেতা শাইনুর, ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মহিম, জেলা যুবদল নেতা মাসুদ চৌধুরী, সিলাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন, জেলা ছাদলের সহ সাধারণ সম্পাদক ওলীউর রহমান ফেরদৌস, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুর রহমান, শামসুদ্দিন শুভ, বিএনপি নেতা রাসেল আহমদ, কামাল বাজার ইউনিয়নের কোষাধ্যক্ষ গিয়াস, বিএনপি নেতা আব্দুল মালেক, মানিক মিয়া, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হান্নান সাহেদ, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক হিরণ মিয়া, বিএনপি নেতা কবির আলী, মানিক মিয়া, রকিব আহমদ, নানু মিয়া, আনোয়ার আলী, আমির আলী, সুহেল আহমদ, সহ দপ্তর সম্পাদক আরব আলী, সহ সাংগঠনিক ফয়সাল আহমদ, কামালবাজার ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখরুল আলম, যুবদল নেতা আলী হোসেন, মোবারক আলী, দুলাল আহমদ, লায়েক আহমদ, কামালবাজার ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইমরান হোসেন রানা, ছাত্রদল নেতা রাজন আহমদ, কাওছার জাকারিয়া আহমেদ ও রাজন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি