ওসমানীনগরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা চেষ্টা
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ৭:৫০:১৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে রুমন আহমদ (১৯) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার চেষ্টার খবর পাওয়া গেছে। শুক্রবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার উসমানপুর ইউনিয়নের দয়ামীর-মাদ্রাসা বাজার সড়কের আলিকা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। রুমন আহমদ মোগলাবাজার থানার নিজ জালালপুর মানিক বাদশা এলাকার জয়নাল আহমদের এর ছেলে। স্থানীয়রা আলিকা ব্রিজের পাশে একটি অটো রিকশার পাশে গলাকাটা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্বজনদের মাধ্যমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় প্রেরণ করেন। রুমন আহমদ সিলেট শহরের ভূইয়া পাম্পের স্ট্যান্ড থেকে জালালপুর বাজার এলাকায় গাড়ী চালাতেন।
রুমন আহমদের ভাই সুমন আহমদ বিষয়টি নিশ্চিত করেন বলেন, আমার ভাইকে হত্যার জন্য দুর্র্বত্তরা গলা কেটে ফেলে যায়। তিনি হাসপাতালে আশংকাজনক অবস্থায় আছেন। আমরা আইনের আশ্রয় নেব। ওসমানীনগর থানার ওসি রশেদুল হক বলেন, বিষয়টি আমাদের জানা নেই।