জামায়াত কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে : অধ্যক্ষ আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ৭:৫৩:১৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, জামায়াত সকল নাগরিককে সাথে নিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য কাজ করছে। এ কাজে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি। তিনি আরো বলেন, গেল ১৬ বছর স্বৈরাচার হাসিনা সরকারের জুলুম নির্যাতন মামলা হামলা হুলিয়া সহ্য করে আমরা আল্লাহর রহমতে মাঠে আছি। আমাদের যারা নির্যাতন করেছিলেন তারা আজ মাঠে নেই। তাই আল্লাহর উপর ভরসা করে অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে।
তিনি শনিবার সকাল ১১টায় উপজেলার তাজপুর বাজারে তাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি জাহেদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনেবিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, সেক্রেটারী নজরুল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার আব্দুল কুদ্দুছ, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মো: সোহরাব আলী।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারী আনহার আহমদ, সহ সেক্রেটারী সাফির আহমদ, আব্দুল মুমিন, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, উপজেলা শিবিরের সভাপতি লতিফুর রহমান।
উপস্থিত ছিলেন ইসলামি সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি আনওয়ার হুসেন, তাজপুর ইউনিয়ন জামায়াতের টিম সদস্য জালাল আহমদ, আব্দুল আলীম, আবদুল মানিক, হারুনর রশিদ, ফয়জুজ্জামান মুসা, নাজমুল ইসলাম, ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শামিম আহমদ, সেক্রেটারি আক্তার মিয়া, লায়েক আল মিহসান, ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আসাদ মিয়া, ইউনিট সভাপতি সাইফুল ইসলাম, ৬ নং ওয়ার্ড জামায়াত নেতা ফারুক আহমদ, ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আল আমিন, সেক্রেটারি আজেফর আলী, তাজপুর ডিগ্রি কলেজ শিবিরের সভাপতি তুফায়েল আহমদ শিমুল, শিবির নেতা তানভির হুসেন আদিল, আব্দুল খালিক, শ্রমিক নেতা জিয়াউর রহমান প্রমূখ।