সিলেট চেম্বারে পাটজাত পণ্য বহুমুখীকরণ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ৭:৫৯:২৩ অপরাহ্ন
এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে চেম্বার কনফারেন্স হলে আগামী ৮ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪ইং পর্যন্ত পাটজাত পণ্য বহুমুখীকরণ বিষয়ক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের আগামী ০৫ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখের মধ্যে ৫০০/- (পাঁচশত) টাকা রেজিস্ট্রেশন ফি জমাপূর্বক চেম্বার কার্যালয়, জেল রোড, সিলেট-এ নাম রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিস্ট্রেশন করা হবে। উল্লেখ্য যে, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগঃ ০১৬০৯-৯১৯৪৪১, ০১৭৮১-৬০৭১৫১, ০১৭৮২-৫৭৯৫৬৭।