বিশিষ্ট মুরব্বি আজির উদ্দিনের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ৮:০১:৪৫ অপরাহ্ন
বৃহত্তর আখালিয়ার বিশিষ্ট মুরব্বি ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতা কামাল উদ্দিন ও ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিনের পিতা আজির উদ্দিনের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক। বৃহত্তর আখালিয়ার বিশিষ্ট মুরুব্বি দানবীর আজির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, সৎ, সজ্জন, ধার্মিক, পরোপকারী ও আদর্শবান মানুষ হিসেবে মরহুম আজির উদ্দিনকে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। নিজ এলাকায় বিশিষ্ট সমাজসেবক হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকে মুহ্যমান পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি