বিশ্বনাথ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি জুবায়ের, সম্পাদক শিপন
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ৮:৪৬:৪৬ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ প্রেসক্লাবের ৪২তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল মিয়ার পরিচালনায় সভায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় ২০২৪-২৫ সালের নতুন কার্যকরি পরিষদ গঠন করা হয়।
রফিকুল ইসলাম জুবায়েরকে (দৈনিক সিলেটের ডাক) সভাপতি, মোহাম্মদ আলী শিপনকে (দৈনিক কালেরকন্ঠ) সাধারণ সম্পাদক, ও জামাল মিয়াকে (দৈনিক আজকের পত্রিকা) কোষাধ্যক্ষ করে বিশ্বনাথ প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।
কার্যকরি কমিটির সদস্যরা হলেন মিজানুর রহমান মিজান (বাংলাদেশ বিচিত্রা), কাজী মুহাম্মদ জামাল উদ্দিন (দৈনিক জালালাবাদ), তজম্মুল আলী রাজু (দৈনিক ইত্তেফাক/সবুজ সিলেট) প্রনঞ্জয় বৈদ্য অপু (দৈনিক উত্তর পূর্ব), সদস্য শহিদুর রহমান (দৈনিক দেশসেবা), মো. নুরউদ্দিন (দৈনিক সিলেটের দিনরাত), মো. আবুল কাশেম (দৈনিক ভোরের কুমিল্লা), মোহাম্মদ নুরুল ইসলাম (দৈনিক আজকালের খবর), আহমদ আলী হিরণ (দৈনিক ভোরের ডাক), শফিকুল ইসলাম সফিক (মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট)।