২১০ পরিবারের মধ্যে পূর্ব বিশ্বনাথ সোসাইটির নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ৮:৪৭:৩৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: পূর্ব বিশ্বনাথ এলাকার প্রবাসী ও স্থানীয়দের উদ্যোগে সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ২১০ পরিবারকে নগদ ১ হাজার টাকা করে ২লাখ ১০ হাজার টাকা বিতরণ করেছে পূর্ব বিশ্বনাথ সোসাইটি। গতকাল শনিবার সকালে জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বিশ্বনাথ সদর ইউনিয়নের ৬টি ওয়ার্ড ও বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের আংশিক এলাকার অসহায় পরিবারের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।
পূর্ব বিশ্বনাথ সোসাইটির আহবায়ক শেখ আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন পূর্ব বিশ্বনাথ সোসাইটির সদস্য সাহিদুল ইসলাম সাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, সমাজকর্মী শেখ মো. মনির মিয়া, শাহ মুজিবুর রহমান, শাহ জামাল আহমদ সোসাইটির আহবায়ক কমিটির সদস্য ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য আশিক মাহমুদ, আব্দুল মালিক হান্নান, শেখ ফজর রহমান, নাজিম উদ্দিন রাহিন, তানভীর হোসেন, শামীম আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মোমিন মামুুন, শামীম আহমদ, সংগঠক শাহ সেবুল, শেখ সেলিম, মনোহর হোসেন মুন্না, সোসাইটির আহবায়ক কমিটির সদস্য আসাদুজামান নূর আসাদ, মোহাম্মদ আমির আলী, আবুল কালাম রুনু, ফজলুর রহমান, সংগঠক হাসান হাফিজুর রহমান টিপু, তানিমুল ইসলাম তামিম। এছাড়া এসময় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাদিকুর রহমান। আলোচনা সভা শেষে পূর্ব বিশ্বনাথের মুর্দেগানদের রুহের আত্মার মাগফেরাত ও দেশবাসীর জন্য মোনাজাত পরিচালনা করেন ইউপি সদস্য নাজিম উদ্দিন রাহিন।
উল্লেখ্য, যাদের অনুদানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হয় তারা হলেন রজকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আহমদ আলী, মোহাম্মদপুর গ্রামের হাজী নোয়াব আলী, হিমিদপুর গ্রামের হাজী লোকমান আহমদ, বাওয়ানপুর গ্রামের এম এ সাত্তার, শাহজিরগাঁও গ্রামের আব্দুল জলিল, পুরান সিরাজপুর গ্রামের আব্দুল খালিক আঙ্গুর মিয়া, উত্তর ধর্মদা গ্রামের শেখ মো. আজাদ, কারিকোনা গ্রামের আব্দুল মালিক মানিক, উত্তর ধর্মদা গ্রামের শেখ বাবলুর রহমান বাবুল, শাহজিরগাঁও গ্রামের ময়নুল ইসলাম আঙ্গুর, উত্তর ধর্মদা গ্রামের আজিবুর রহমান, একই গ্রামের আলম শেখ, কারিকোনা গ্রামের আব্দুর রহিম রঞ্জু, হিমিদপুর গ্রামের জাহেদুর রহমান জাহেদ, একই গ্রামের মোহাম্মদ জামাল হোসেন, ধর্মদা গ্রামের শাহ কামাল আহমদ, রজকপুর গ্রামের আসক আলী, রাওয়ানপুর গ্রামের মুক্তার আলী, রজকপুর গ্রামের আজিজুর রহমান, পুরান সিরাজপুর গ্রামের মোশারফ হোসেন আয়রন মিয়া, একই গ্রামের হেলাল উদ্দিন, রামপুর গ্রামের মো. শামীম আহমদ, উত্তর ধর্মদা গ্রামের শাহ বাবুল উল্লাহ, রজকপুর গ্রামের সিরাজুল ইসলাম জেপি, মোহাম্মদপুর গ্রামের কামাল হোসাইন।