ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিল জামায়াত
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ৮:৫৭:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা। শনিবার বিকেল ৩টা পৌরসভার হলরুমে জামায়াতের জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহাকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এসময় বক্তব্য দেন উলামা বিভাগের সভাপতি মাওলানা শেখ আব্দুল হক, সহযোগী অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, পৌর সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী, ছাত্রশিবিরের শহর সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি শাহ আলম প্রমুখ।
পরে গেল ৪ঠা আগষ্ট সারা দেশের সাথে মৌলভীবাজারে ছাত্রদের মিছিলে আ’লীগ ও অঙ্গ সংগঠনের হামলায় আহত ৭২ জন শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।