সিলেটে স্বাভাবিক হচ্ছে পুলিশের কার্যক্রম : এখনো বন্ধ ৩ ফাঁড়ি
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ১০:২০:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনে বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলার এবং পুলিশের কর্মবিরতিতে থমকে গিয়েছিল পুলিশের কার্যক্রম। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কর্মবিরতি প্রত্যাহারের পর পুলিশের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে কিছু ফাঁড়ির কার্যক্রম এখনো চালু করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে যাওয়ায় কিছু যানবাহনও বিকল হয়ে পড়ে আছে। দ্রুততম সময়ে সব কিছু স্বাভাবিক অবস্থায় ফেরানোর তৎপরতা চলমান। সিলেট পুলিশ সুপারের মিডিয়াসেল সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রটি আরো জানিয়েছে, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার লামাবাজার, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবে চালু করতে আরো সময় লাগবে। পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধারে আদালতের সহায়তা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এসপি কার্যালয় ও ফাঁড়িসমূহ ইতিমধ্যে মেরামতের প্রক্রিয়া শুরু করা হয়েছে। খুব শীঘ্রই সিলেট পুলিশের সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।