কানাইঘাটে সাবেক ছাত্রশিবির নেতার বাড়ীতে দুর্বৃত্তদের হামলা
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ১১:৫৩:৫৫ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে সাবেক এক ছাত্রশিবির নেতার বাড়ীতে দুর্বৃত্ত কর্তৃক হামলার অভিযোগ উঠছে। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বড়দেশ গ্রামের মো: এখলাছুর রহমানের পুত্র সিলেট এমসি কলেজ ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ নাঈম (২৫) এর বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় তার বাড়ীতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে বলেও অভিযোগ উঠছে। এই ঘটনার জন্য আওয়ামী সন্ত্রাসীদের দায়ী করছেন স্থানীয়রা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামের মো: এখলাছুর রহমানের পুত্র সাবেক এমসি কলেজ ছাত্রশিবির নেতা মোঃ আব্দুল্লাহ নাঈম কয়েক বছর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত শেখ হাসিনা সরকারের নানা সমালোচনা করছেন। এর জের ধরে গত আওয়ামী সরকারের আমলে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তৎকালিন আদালত মামলাটি আমলে নিয়ে দ্রুত রিপোর্ট দাখিল করার জন্য পুলিশকে নির্দেশ দেন।
এদিকে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে তিনি ছাত্র-জনতার পক্ষে সবসময় সক্রিয় ছিলেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তার পরিবারকে নানাভাবে হুমকী-ধামকি দিয়ে আসছিল। গত ৫ আগস্ট জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সন্ত্রাসীরা আত্মগোপনে থাকলেও বিরোধী নেতাকর্মীদের বাসা-বাড়ীতে চোরাগুপ্তা হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাতে সাবেক ছাত্রশিবির নেতা মোঃ আব্দুল্লাহ নাঈেমর বাড়ীতে হামলা চালানো হয়েছে। ঐ সময় তার বাড়ীতে কেউ না থাকায় সন্ত্রাসীরা ইচ্ছামতো ভাংচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ নানা মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এ ব্যাপারে কানাইঘাট থানার ওসির নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় কানাইঘাট থানা পুলিশও থানা কম্পাউন্ড ছেড়ে পালিয়ে যায়। ফলে এখনো পুলিশ কাজে যোগদান করেনি।