ছাতকে আওয়ামীলীগ নেত্রী তানজিনা সুলতানার বাড়ীতে ও পিতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ২:০০:২৫ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয়েছে ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে গত ০৫ আগষ্ট পালিয়েছেন। সারা দেশের ন্যায় সিলেট বিভাগের সর্বত্র জনতার উল্লাস চলছে। পাশাপাশি বিভিন্ন সরকারী অফিস প্রতিষ্ঠান ও আওয়ামীলীগ নেতাকর্মীদের বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এর রেশ ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা তানজিনা সুলতানার বাড়ীতেও তার পিতার ব্যবসা-প্রতিষ্ঠানে হামলার খবর পাওয়া গেছে। গতকাল ১০ আগষ্ট বিকালে ছাতক উপজেলার লক্ষীপাশা, সোলেমানপুর গ্রামের আওয়ামীলীগ নেত্রী তানজিনা সুলতানার বসত ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে দোলারবাজারস্থ আওয়ামীলীগ নেত্রী তানজিনা সুলতানার পিতা আকিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়। একপর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ চালায়। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা ছাত্রলীগ নেত্রীর বসত বাড়ীতে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। তখন বাড়ীতে থাকা পরিবারের সদস্যদের হুমকি-ধামকি ও গালিগালাজ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা তানজিনা সুলতানার বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে চলে যায়।
আওয়ামীলীগ নেত্রী তানজিনা সুলতানার পিতা আকিক মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন তার মেয়ে আওয়ামীলীগ এর রাজনীতিতে যুক্ত থাকার কারণে তাদের পার্শ্ববর্তী বাড়ীর বাসিন্দা বিএনপি নেতা বশির উদ্দিন যাদের সাথে পূর্ব হইতে জায়গা জমি নিয়া বিরোধ চলে আসছে। এর জের ধরে বশির উদ্দিনের লোকজন এই হামলা, ভাংচুর ও লুটপাট এর ঘটনা ঘটায়। হামলার সময় অনেকবার চেষ্টা করেও আইন শৃঙ্খলা বাহিনীর কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আকিক মিয়া আরো জানান হামলাকারীদের হামলায় তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীর প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।