এবার কোম্পানীগঞ্জ দিয়ে পাচার হচ্ছে রসুন
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৮:৫৮ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: এতদিন ভারত থেকে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে চিনি শাড়ি ফুচকা কসমেটিকসসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করত। এবার শুরু হয়েছে বাংলাদেশ থেকে ভারতে রসুন পাচার। দেশীয় উৎপাদিত রসুন চোরাকারবারিরা ছনবাড়ী ও শাহ আরেফিন টিলার সীমান্ত দিয়ে ভারতে পাচার করছে। প্রথমে ছোট আকারে হলেও এখন তা বৃহৎ পরিসরে চলছে। এক্ষেত্রে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারা প্রায়ই অভিযান চালিয়ে আটক করছে এসব পণ্য। গত ৩০ ও ৩১ আগস্ট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে নোয়াকুট ক্যাম্পের অভিযানে ৫ হাজার ৯’শ ৪৫ কেজি বাংলাদেশী রসুন আটক করা হয়। যার মূল্য প্রায় ১৩ লাখ ৬৭ হাজার ৩৫০ টাকা।
স্থানীয় সুত্রে জানা যায়, পুলিশের নিয়মিত টহল না থাকার সুবাদে রাস্তা দিয়ে ট্রাকের মাধ্যমে সীমান্তে নিয়ে আসা হয় রসুন। গাড়ি থেকে নামিয়ে মোটরসাইকেলে করে কাঁটাতারের পাশে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাংলাদেশী শ্রমিক মাথায় করে ভারতে পৌঁছে দিয়ে আসে। ৩০ আগস্ট রাতে শাহ আরেফিন টিলার সীমান্ত দিয়ে রসুন পাচার করার সময় ৩ হাজার ৪’শ কেজি বাংলাদেশী রসুন আটক করে বিজিবি। পরদিন সন্ধ্যায় ছনবাড়ী থেকে ২হাজার ৫’শ ৪৫ কেজি রসুন আটক করে তারা।
বিজিবির মিডিয়া উইং রসুন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির বিশেষ অভিযানে ৫৯৪৫ কেজি বাংলাদেশী রসুন আটক করা হয়েছে। এগুলো নিলামের জন্য কাস্টমসে জমা দেওয়া হবে।