নোয়াখালী ও লক্ষীপুরে বন্যার্তদের সিলেটীদের অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৬:১৬:৫৮ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, নোয়াখালী ও লক্ষীপুরসহ বন্যাদুর্গত উল্লেখযোগ্য জায়গায় মূল সড়কে এখনো পানি রয়েছে। স্রোত বহমান। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কমছে না। সহযোগিতা ব্যাপকভাবে অব্যাহত থাকলেও কিছু ঘাটতি পরিলক্ষিত হয়েছে। কোথাও খুব বেশী সহায়তা পৌঁছে যাচ্ছে। আবার অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা কঠিন হওয়ায় সমানভাবে সহায়তা পাওয়া যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে চাহিদা অনুযায়ী জিনিস দেয়া হচ্ছে না। তাই পরিকল্পিত, সুশৃঙ্খল ও চাহিদার আলোকে সহায়তা অনস্বীকার্য।
তিনি শনিবার বিকেলে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ ও রাতে নোয়াখালী চৌমুহনী সরকারি কলেজ সংলগ্ন আশ্রয়কেন্দ্রে অস্বাভাবিক ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং বানভাসি মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। লক্ষীপুর চন্দ্রগঞ্জের পাশ্ববর্তী এলাকায় পরিদর্শনে উপস্থিত ছিলেন লক্ষীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করীম।
যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আবু বকর সিদ্দিক ও সাইফুর রহমান সুমনের ব্যবস্থাপনায় এবং শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্যবসায়ী শহীদ নূর টিপু, মামদূদ ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা সম্পাদক আশরাফুল আলম, মোহাম্মদ আব্দুল করীম ও মোহাম্মদ বেলাল হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি