আমরা জনগণের পুলিশ হতে চাই : সিলেটের নবাগত এসপি
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৮:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, দেশের একটা কঠিন সময়ে আমি সিলেটের এসপি হিসেবে দায়িত্ব নিয়েছি। বিগত সময়গুলোতে সিলেট জেলায় যেসব অনিয়ম, দুর্নীতি হয়েছে এগুলো আর করতে দেওয়া হবে না। বিগত সময়ে চাকুরী জীবনে আমি নিজেও বৈষম্যের শিকার হয়েছিলাম। পেশাগত দক্ষতা ও যোগ্যতার পরিবর্তে দলীয় সমর্থনকে অগ্রাধিকার দেয়ায় পুলিশের পেশাদারিত্বের এমন বেহাল অবস্থা হয়েছিল।
সিলেটের চিনি চোরাচালান নিয়ে পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে নতুন এই এসপি বলেন, এগুলো কঠোর হাতে দমন করা হবে। সিলেট জেলার কোন পুলিশ সদস্য যদি এর সাথে সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনধরণের অন্যায়, অনিয়ম, দুর্নীতি বরদাশত করা হবে না। আমরা জনগণের পুলিশ হতে চাই। মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে। এছাড়া ছাত্র-আন্দোলনের সময় সিলেটে সাংবাদিক এটিএম তুরাবসহ সকল হত্যাকা-ের সুষ্ঠু বিচারের জন্য জেলাপুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সিলেট পুলিশ লাইন্সের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পুলিশ আর কোন দলের হয়ে কাজ করবে না, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না উল্লেখ করে তিনি বলেন, আমরা জনগণের বন্ধু হতে চাই। কোন দলের হয়ে অনিয়ম বা দুর্নীতিমূলক কোন কাজ করছে এরকম অভিযোগ পেলে সিলেট জেলা পুলিশের এসপি হিসেবে আমি এটা কঠোর ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, আমি যতদিন আছি, ওসি নিয়োগে কোন ধরনের অনিয়ম দুর্নীতি কিংবা টাকা পয়সার লেনদেন করতে দিব না। যার যোগ্যতা আছে সেই ওসি হবে। বাকি যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার বিষয়ে তিনি বলেন, ‘কোন নিরপরাধ মানুষ মামলার আসামী হবে না। ইতোমধ্যেই যারা হয়েছেন, তাদের সাথে কোন ধরনের অন্যায় করা হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।’
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাসস সিলেট প্রতিনিধি সেলিম আউয়াল, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) এর সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, নয়া দিগন্তের এমজেএইচ জামিল, সাংবাদিক খালেদ আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় সেক্রেটারী নুরুল ইসলাম।
এসময় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।