এসএমপির ৩ থানার ওসি ওএসডি, বদলী ৪
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৭:০০:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের পুরো প্রেক্ষাপট। ১৬ বছরের বেশি সময় এ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রধান ভূমিকায় ছিলো পুলিশ বাহিনী। ফলে হাসিনা পতনের আন্দোলনের সময় ও দেশছাড়ার পর তীব্র রোষাণলে পড়েন পুলিশ সদস্যরা। হামলা হয় নগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয় সিলেট এসপি অফিস।
জানা গেছে, আন্দোলনের সময় সিলেটে হতাহতের ঘটনায় ১৯ আগস্ট থেকে আদালতে এবং জেলা ও মেট্রোপলিটনের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হচ্ছে। এসব মামলার অন্যতম আসামিরা হচ্ছেন পুলিশ সদস্য- বিশেষ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। এ পর্যন্ত মামলার আসামি করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৩টি থানার ওসিকে। এর মধ্যে রয়েছে হত্যা মামলাও। এ অবস্থায় এই তিন ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাদের স্থলে এসেছেন অন্য তিন ইন্সপেক্টর।
এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- সম্প্রতি সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মঈন উদ্দিন সিপন, জালালাবাদ থানার ওসি মো. মিজানুর রহমান ও দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এসময় এয়ারপোর্ট থানার ওসি মো. নুনু মিয়াকে কোতয়ালি থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়। এছাড়া এয়ারপোর্ট থানার নতুন ওসি হলেন সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদ থানার হারুনুর রশিদ ও দক্ষিণ সুরমা থানার নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হোসেন।