তাহিরপুরে যুবদল সভাপতিসহ ১৯ জনের নামে মামলা
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৮:১৯ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বিআইডব্লিউটিএ এর জেটি জোরপূর্বক দখলের ঘটনায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদল সভাপতি জিয়াউর রহমান জিয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ এর ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান সোহাগ এন্টারপ্রাইজ এর ম্যানেজার লোকমান হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার তাহিরপুর থানায় অভিযোগ করেন। মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ফেরদৌস আলম আখঞ্জী (৬০), কবির হোসেন (৪০), জিয়ারুল মিয়া (৩৫), ইমলাক হোসেন (৩৯), সালেহ আহমদ (২৭), সহল মিয়া (৪২), হাসান মিয়া (২৩), আরাফাত মিয়া (৩৬), শাফিক মিয়া (২৬), সুয়েজ মিয়া (৪৬), তোফাজ্জল মিয়া (৩৬), আবু বক্কর (৪২), সাদ্দাম মিয়া (৩৬), মাইদুল মিয়া (২৯), মিনহাজ মিয়া (২৫), তানজিল মিয়া (২৮), মুরছালিন মিয়া (২৪), নেছার মিয়া(৩৪)সহ অজ্ঞাতনামা আরো ১০-১২জন রয়েছে।
এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন, থানায় অভিযোগ এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।