বিয়ানীবাজারে জমিয়তের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫১:৪৬ অপরাহ্ন
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার আওতাধীন ইউনিয়ন ও মাদ্রাসা শাখার ঊর্ধ্বতন দায়িত্বশীল প্রতিনিধিদের নিয়ে উপজেলা ছাত্র জমিয়তের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকলে দক্ষিণ বিয়ানীবাজারস্থ একটি পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সভাপতি কাউসার আহমদ, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাঃ আব্দুল্লাহ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আহমদ মাজিদ। সভায় উপজেলা ছাত্র জমিয়তের কাজকে বেগবান করতে বিভিন্ন পরামর্শ ও পদক্ষেপ গ্রহণ করা হয়।
এসময় উপজেলা ছাত্র জমিয়ত দায়িত্বশীল, আওতাধীন ইউনিয়ন ও মাদ্রাসা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি